শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

প্রকাশিত : ১:২২ পূর্বাহ্ন শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

শহীদুল ইসলাম বাবর
দক্ষিণ চট্টগ্রামের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে
কেচু মিয়া (৬০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩ জন। রবিবার (৫ মে) সকালে গাছবাড়িয়া সরকারি কলেজ সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগ অফিসের সামনে পটিয়া অভিমুখী নম্বরবিহীন অটোরিকশা, কক্সবাজার অভিমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অটোরিকশার যাত্রী আনোয়ারা বারখাইনের মৃত আলী আহমদের ছেলে ব্রিকফিল্ডের শ্রমিক কেচু মিয়া (৬০) ঘটনাস্থলে মারা যায়।
দোহাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. ইরফান বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত তিনজনকে  স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বিজিসি ট্রাস্ট হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। আহতরা হলো, দোহাজারী দেওয়ানহাট এলাকার অটোরিকশা চালক আবুল কালাম (৫০), শিক্ষার্থী আলিফ (১৬) ও মিন্নি (১৫) । খবর পেয়ে দোহাজারী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। মৃত কেচু মিয়ার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ দিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. ইরফান। তিনি জানান, ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। দুর্ঘটনার ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

আরো পড়ুন