বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৫:৩৫ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে চট্টগ্রাম-১৫ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ৪র্থ কোয়াটার ফাইনাল পেকুয়া ফুটবল একাদশকে হারিয়ে লোহাগাড়া ফুটবল একাদশ ১-০ গোলে যোগ্যতা অর্জন করেছেন।
১৬ মার্চ বুধবার বিকেলে লোহাগাড়া স্পোটিং ক্লাবের আয়োজনে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ৪র্থ কোয়াটার ফাইনালে উপস্হিত হয়ে খেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের স্বনামধন্য শিল্পপতি, রয়েল টেক্সটাইলের চেয়ারম্যান শিল্পপতি মুহাম্মদ আবুল কাসেম চৌধুরী।
খেলায় উদ্বোধক ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আতিকুর রহমান।
লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের সভাপতিত্বে অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহজাহান, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নিবাস দাশ সাগর,অাধুনগর ইউপির চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন,চুনতি ইউপির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী, এমপি টুর্ণামেন্ট কমিটির আহ্বায়ক ও লোহাগাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির উদ্দীন,লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ মামুনোর রশিদ, এসআই মুহাম্মদ সামশুদ্দৌহা,লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরান হোসেন রকি, উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক ও টুর্ণামেন্টে সদস্য সচিব মাস্টার এসকে সামশুল আলম, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ও সাবেক প্রধান শিক্ষক সুজিত পাল,বান্দরবান জেলা ফুটবলের প্রতিনিধি মুহাম্মদ নাছির উদ্দিনসহ ক্রীড়ামােদী সব শ্রেণী পেশার দর্শকবৃন্দ প্রমুখ।
খেলা পরিচালনায় রেফারীর দায়িত্বে ছিলেন বিটু রাজ বড়ুয়া
সহকারী ছিলেন মোঃ শওকত, জাহেদুল ইসলাম
চতুর্থ রেফারি : শাহিনশা।
খেলায় ধারা বর্ণানা করেন- জনপ্রিয় ধারাভাষ্যকার মো. আব্দুল মন্নান আজাদ ও মো. কাইছার হামিদ।
খেলায় ম্যান অব দা ম্যাচ হিসেবে নির্বাচিত হন লোহাগাড়া ফুটবল একাদশের রোম্মান।