মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৩:৩৫ পূর্বাহ্ন মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে চট্টগ্রাম-১৫ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের তৃতীয় কোয়াটার ফাইনাল রাঙ্গুনিয়া ফুটবল একাদশকে হারিয়ে চন্দনাইশ ফুটবল একাদশ ২-১ গোলে যোগ্যতা অর্জন করেছেন।
১৪ মার্চ শনিবার বিকেলে লোহাগাড়া স্পোটিং ক্লাবের আয়োজনে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে তৃতীয় কোয়াটার ফাইনালে উপস্হিত হয়ে খেলা উপভোগ করেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
খেলায় উদ্বোধক ছিলেন এম এ আজিজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শিল্পপতি মুহাম্মদ আবদুল আজিজ।
খেলায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু।
চুনতি ইউপির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে
অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট কমিটির আহ্বায়ক ও লোহাগাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির উদ্দীন, উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক ও টুর্ণামেন্টে সদস্য সচিব মাস্টার এসকে সামশুল আলম, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ও সাবেক প্রধান শিক্ষক সুজিত পাল, আওয়ামীলীগ নেতা এইচ এম গনি সম্রাট,বান্দরবান জেলা ফুটবলের প্রতিনিধি মুহাম্মদ নাছির উদ্দিন,মোস্তফিজুর রহমানসহ ক্রীড়ামােদী সব শ্রেণী পেশার দদর্শকবৃন্দ প্রমুখ।
খেলা পরিচালনায় রেফারীর দায়িত্বে ছিলেন শরিফুজ্জামান খান টিপু।
সহকারী ছিলেন মোঃ সাহেদ, আফিফ হান্নান মিশন।
চতুর্থ রেফারি : শাহিনশা।
খেলায় দ্বিতীয় অর্ধ্বে দু`দলের দুজনকে লাল কার্ড দেন রেফারী জিএম চৌধুরী নয়ন।
খেলায় ধারা বর্ণানা করেন- জনপ্রিয় ধারাভাষ্যকার মো. আব্দুল মন্নান আজাদ ও মো. কাইছার হামিদ।
খেলায় ম্যান অব দা ম্যাচ হিসেবে নির্বাচিত হন চন্দনাইশ ফুটবল একাদশের মুুহাম্মদ ইকবাল।