রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

চট্টগ্রাম-১৫ আসনে নৌকা,স্বতন্ত্র প্রার্থীসহ ৭জন প্রার্থীর সাথে রিটার্নিং অফিসারের বৈঠক

প্রকাশিত : ১২:৫৫ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

রায়হান সিকদার,দেশবাংলাঃ

আগামী ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচনে
চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনে ৭জন প্রার্থী নির্বাচন আচরণ বিধি মেনে চলার জন্য কঠোরভাবে নির্দেশনা দিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।৭জন প্রার্থীরা হলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নৌকা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর ড.আবু রেজা মুুহাম্মদ নেজামুদ্দিন নদভী,  ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম এ মোতালেব সিআইপি, বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী (হাত ঘড়ি) অধ্যক্ষ মাওলানা সোলাইমান কাসেমি, জাতীয় পার্টি (জাপা)র প্রার্থী মোঃ ছালেম,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর প্রার্থী আলী হোসেন, ইসলামী ঐক্য এর প্রার্থী মাওলানা মোঃ হারুন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট এর প্রার্থী মোঃ জসিম উদ্দিন।২৩ ডিসেম্বর সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে অায়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক,রিটার্নিং অফিসার আবুল বাশার মুুহাম্মদ ফখরুজ্জামান।এসময় জেলা পুলিশ সুপার একেএম শফিউল্লাহ বিপিএম,জুড়শিয়াল ম্যাজিস্ট্রেট, সহকারী রিটার্নিং কর্মকর্তা, থানার ওসিসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।সহকারি রিটার্নিং কর্মকর্তা, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুুহাম্মদ ইনামুল হাছান জানান, আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রচার-প্রচারণা কালে সকল প্রার্থীদেরকে আচরণ বিধি মেনে চলতে হবে। মাননীয় রিটার্নিং অফিসার, ডিসি স্যার নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন।

আরো পড়ুন