রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ১২:৫৮ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের সাফল্য তোলে ধরে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য,বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি বলেছেন, চট্টগ্রাম-কক্সবাজার সড়ক উন্নয়নের জন্য সরকার আন্তরিক। এ মহাসড়কের উন্নয়নের জন্য সকল প্রক্রিয়া চলছে। সাতকানিয়া-লোহাগাড়াকে আলোকিত করতে কাজ করে যাচ্ছি। আমি সাতকানিয়া-লোহাগাড়ার মানুষের উন্নয়নে বিশ্বাসী। এ সাতকানিয়া-লোহাগাড়ার বিভিন্ন প্রান্তে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে।
৩১ মার্চ বৃহস্পতিবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় উন্নয়নশীল দেশে উত্তরণ উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা শেষে অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি’র নেতৃত্বে এক র্যালী বের করা হয়। এরপর শান্তির পায়রা ও বেলুন উড়ানো হয়।
উক্ত আলোচনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিব জিতু।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজাহান, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিসেস জেসমিন আকতার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আখতার আহমদ সিকদার, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, ট্রাফিক পরিদর্শক আজম মাহমুদ,লোহাগাড়া সদরের চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী,বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া,আমিরাবাদ ইউপির চেয়ারম্যান এসএম ইউনুছ, পদুয়া ইউপির চেয়ারম্যান হারুনুর রশিদ,কলাউজান ইউপির চেয়ারম্যান আলহাজ্ব এম এ. ওয়াহেদ,পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক,চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নাল আবেদীন জনু, আধুনগর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দীন, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, আওয়ামী লীগ নেতা এইচ এম আবদুল গণি সম্রাট,লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মুুহাম্মদ জহির উদ্দিন , সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, বটতলী শহর উন্নয়ন কমিটির যুগ্ন আহবায়ক মিয়া মুুহাম্মদ শাহজাহান,লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু,বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মুহাম্মদ মিজানুর রহমান মিজানসহ লোহাগাড়া উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।
এ ছাড়াও একইদিন আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় লোহাগাড়া উপজেলা সদরের বতটলী মোটর ষ্টেশনের যানজটসহ বিভিন্ন সমস্যা নিয়ে বক্তারা বক্তব্য রাখেন।