চট্টগ্রামের পটিয়ায় এসি বাসে আগুন
প্রকাশিত :
৮:৩১ অপরাহ্ন বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
চট্টগ্রামের পটিয়ায় একটি এসি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বাসটির পেছনের অংশ পুডে গেলেও যাত্রীদের কোন ক্ষতি হয়নি। সোমবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মনসার টেক এলাকায় এ ঘটনা ঘটে।ক্রসিংয হাইওয়ে ফাঁড়ির এস আই মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, প্রেসিডেন্ট ট্র্যাভেলস’ পরিবহনের বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে কক্সবাজারে যাচ্ছিল। ‘যান্ত্রিক ত্রুটি থেকে’ বাসের পেছন দিকে আগুন ধরে যায়। চলন্ত বাসে পোড়া গন্ধ পেয়ে যাত্রীরা দ্রুত নেমে ৯৯৯ নম্বরে ফোন দেয়। সেখান থেকে ফায়ার সার্ভিসকে জানানো হলে দ্রুত ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। পটিয়া ফায়ার স্টেশনের ডিউটি অফিসার সৌমেন বড়ুয়া বলেন, সোমবার ভোরে পটিয়ার মনসা বাদামতল এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি বাসে আগুন লেগেছে বলে তথ্য দেয় ৯৯৯ থেকে। সাথে সাথে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনি। বর্তমানে গাড়িটি হাইওয়ে পুলিশের কাছে রয়েছে হলে জানান তিনি।