বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

চকরিয়ার দু` মাদক কারবারী লোহাগাড়ার শ্রীঘরে, ইয়াবা ও মোটর সাইকেল জব্দ

প্রকাশিত : ৬:২১ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় ২ মাদক কারবারীকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।

এসময় ৫`শ পিস ইয়াবা এবং পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং আজিজনগর কলাতলি এলাকার মো.জাহাঙ্গীর আলম এর ছেলে মো. বেলাল (২৬) ও একই উপজেলার হারবাং পহরচান্দা ৮নং ওয়ার্ড এলাকার মকবুল আহমদ এর ছেলে মো. রিদওয়ান (৩১)।

ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে চুনতি পুলিশ ফাঁড়ির এসআই সাজিব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রামমূখি মোটরসাইকেলকে থামিয়ে সেখানে তল্লাশী চালিয়ে ৫০০পিস ইয়াবাসহ ২মাদক কারবারীকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং আজ ১৬ জুলাই সকালে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।

আরো পড়ুন