বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

গ্রাম আদালতের সেবা জনগণের দোড়গোড়ায় পৌছে দিতে হবেঃউপ-পরিচালক ইয়াছমিন পারভীন তিবরীজি

প্রকাশিত : ১২:২২ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

 

রায়হান সিকদার,দেশবাংলা ডট নেটঃ

স্হানীয় সরকার বিভাগ চট্টগ্রামের উপ-পরিচালক ইয়াছিন পারভীন তিবরীজি
বলেন, কার্যকর ও সক্রিয় গ্রাম আদালত গ্রামীণ ছোট খাট বিরোধ নিস্পত্তির মাধ্যমে সমাজে স্থায়ী শান্তি-শৃঙ্খলা নিশ্চিতকরণে এবং উচ্চ আদালতের মামলার জট কমাতে ব্যাপক ভূমিকা রাখছে। তিনি বলেন, গ্রাম আদালত আইন অনুযায়ী বর্তমানে দেশের সকল ইউনিয়নে এই আইন অনুযায়ী গ্রাম আদালত চলমান রয়েছে। কিন্তু অবকাঠামোগত দুর্বলতা, দক্ষতার ঘাটতি, প্রয়োজনীয় তদারকী ও সচেতনতামূলক কার্যক্রমের অভাবে সকল ইউনিয়ন পরিষদে এ আদালতের কার্যক্রম সমানভাবে চলছে না। মানসম্মত, সক্রিয় ও কার্যকর গ্রাম আদালত পরিচালনার জন্য বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি)’র আর্থিক ও কারিগরী সহায়তায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাংলাদেশে গ্রাম আদালত সক্রিযকরণ (পর্যায়-২) প্রকল্প দেশের ১০৮০ টি ইউনিয়নে বাস্তবায়ন করছে। চট্টগ্রাম জেলার ৫টি উপজেলার (সীতাকুন্ড, সন্ধীপ, সাতকানিয়া, ফটিকছড়ি ও লোহাগাড়া) ৪৬টি ইউনিয়নে এ প্রকল্পের কার্যক্রম চলমান আছে। স্থানীয় বিরোধ/বিবাদ দ্রুত ও সহজে নিস্পত্তির লক্ষ্যে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উদ্যোগে চট্টগ্রাম নগরীর একটি আবাসিক হোটেলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানদের গ্রাম আদালত বিষয়ে সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত ২দিনব্যাপি রিফ্রেশার্স প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর সালেহ আহম্মদ চৌধুরী ও ইউএনডিপির ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর উ্জ্জ্বল কুমার দাস চৌধুরী উপস্থিত ছিলেন।

উপ-পরিচালক স্থানীয় সরকার চট্টগ্রাম, ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, গ্রাম আদালত পরিচালনার জন্য ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম, প্রশিক্ষণ, প্রয়োজনীয় উপকরণ সরবরাহ, গ্রাম আদালত সহকারী নিয়োগ দেয়া হয়েছে। তিনি ইউপি চেয়ারম্যানদের আইন ও বিধি মোতাবেক গ্রাম আদালত পরিচালনা করার এবং জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন।
তিনি আরো বলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিযকরণ (পর্যায়-২) প্রকল্প আওতায় চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক জেলা পর্যায়ে প্রকল্পভূক্ত ৪৬টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ সচিব ও গ্রাম আদালত সহকারীদের দুইদিন ব্যাপি আবাসিক রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হয়েছে। একই সাথে প্রকল্পভূক্ত ৫টি উপজেলা পর্যায়ে ৪৬টি ইউনিয়ন পরিষদ সদস্যদের জন্য দুইদিন ব্যাপি রিফ্রেশার্স প্রশিক্ষণ চলমান আছে। জেলা পর্যায়ে প্রশিক্ষন কোর্সে রিসোর্স পারসন হিসাবে জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ, ফারহানা ইয়াছমিন, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর সালেহ আহমদ চৌধুরী, উপ-পরিচালক, সমাজ সেবা অধিদপ্তর শহীদুল ইসলাম, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর অঞ্জণা ভট্টাচার্য্য এবং ইউএনডিপি’র ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর উজ্জ্বল কুমার দাশ চৌধুরী বিভিন্ন সেশন পরিচালনা করছেন।

আরো পড়ুন