বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

গ্রামীণ সড়কের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী অনন্য পদক্ষেপঃ বড়হাতিয়ার চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া 

প্রকাশিত : ১:৫৫ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

 

নিজস্ব প্রতিবেদকঃ 

গ্রাম হবে শহর প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ার প্রান্তিক জনপথে বড়হাতিয়া ১নং ওয়ার্ড মছেনের হাট হইতে ২নং ওয়ার্ড মিয়াজি পাড়া সংযোগ সড়ক কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

১৭ বিকেলে বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে সড়ক উদ্বোধনী উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া।

অনুষ্ঠানে বড়হাতিয়া ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার আবু বক্কর সিদ্দিক, বড়হাতিয়া ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বার কাইছার হাসান বাপ্পী সহ এলাকার জনপ্রতিনিধি, মুরুব্বীগণ উপস্হিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া বলেছেন,আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে এদেশে উন্নয়ন হয়। গ্রামীণ সড়কের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী এক অনন্য পদক্ষেপ নিয়ে কাজ করে যাচ্ছেন। বড়হাতিয়ার বিভিন্ন এলাকায় উন্নয়নের রোল মডেলে পরিণত করতে সেই ভিশন বাস্তবায়নে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

আরো পড়ুন