বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

গৌরসুন্দর স্কুলে ক্লাস নিলেন লোহাগাড়ার ইউএনও, বিজয়ীদের দিলেন “উইনার্স ব্যাগ”

প্রকাশিত : ৩:১৯ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ গত বছরের ধারাবাহিকতায় ‘উইনার্স ব্যাগ’ নিয়ে আজ ২১আগস্ট সকালে হঠাৎ হাজির হলেন উপজেলার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কলাউজান গৌরসুন্দর উচ্চ বিদ্যালয়।

প্রধান শিক্ষককে সাথে নিয়ে ক্লাসে ঢুকে শুরু করলেন তার ধারাবাহিক শিক্ষা বিষয়ক কার্যক্রম। তিনি বিদ্যালয়ের ৮ম, ৯ম ও ১০ম শ্রেনীতে কিছু সময় ক্লাস নেন। শিক্ষার্থীরাও তার ক্লাস মনোযোগ দিয়ে শুনলেন।

ক্লাস শেষে তার নিয়মিত শিক্ষা কার্যক্রম ‘এভরিডে ফাইভ ওয়ার্ডস’-এর ওপর প্রতিযোগিতা শেষে বিজয়ী সাত জন শিক্ষার্থীর হাতে তুলে দেন আকর্ষণীয় পুরস্কারের ‘উইনার্স ব্যাগ’।

বিজয়ী শিক্ষার্থীরা বলেন, ‘এভরিডে ফাইভ ওয়ার্ডস’ ইউএনও স্যারের অসাধারণ একটি উদ্যোগ। এখান থেকে আমরা অনেক শিক্ষা পেয়েছি, এর মাধ্যমে আমাদের পড়াশুনার মানেরও অনেক উন্নতি হচ্ছে। স্যারকে আমরা অনেক ধন্যবাদ জানাই।

 

ইউএনও শরীফ উল্যাহ জানান, শিক্ষার মানোন্নয়নে গত বছর থেকেই কাজ করছি। শিক্ষার্থীদের কল্যাণেই আমার এই সকল কর্যক্রম। আশানুরূপ উন্নতি হচ্ছে।শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজও ‘উইনার্স ব্যাগ’ দেওয়া হয়েছে বিজয়ী সাত শিক্ষার্থীকে। বিজয়ী শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দিতে পেরে আমি খুবই আনন্দিত। ভবিষ্যতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদেরকে ‘উইনার্স ব্যাগ’প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মাহবুব আলম শাওন ভুঁইয়া, কলাউজান গৌরসুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হকসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দরা।

আরো পড়ুন