বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

গৃহহীন পরিবারকে ঘর দিয়ে প্রধানমন্ত্রী বিশ্বের মধ্যে উদারতার পরিচয় দিয়েছেনঃ ইউএনও শরীফ উল্যাহ

প্রকাশিত : ৮:০২ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ বলেছেন,জাতির পিতার স্বপ্ন দেখতেন এদেশ একটি উন্নত দেশ হবে। একটি ক্ষুধা,দারিদ্রমুক্ত দেশ বিনির্মাণে কাজ করার। জাতির জনকের সেই স্বপ্নকে লালন করে মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ,নেতৃত্বে ক্ষুধা দারিদ্রমুক্ত দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠা করে সাধারণ মানুষ সেখান থেকে সকল ধরণের সুযোগ সুবিধা ভোগ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর,নিজস্ব উদ্যোগ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর দিয়ে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি আরও বলেছেন,
বিশ্বের মধ্যে উদারতার পরিচয় দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি বুদ্ধিমত্তা,প্রজ্ঞা দিয়ে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কমিউনিটি ক্লিনিক,শিশু বিকাশ কেন্দ্রে এখন সবখানে অনেক সচেতন। স্বাস্থ্যখাতে এখন অনেক পরিবর্তন হয়েছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীরা সেবা পাচ্ছেন। বিনিযোগ বিকাশের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বড় বড় প্রকল্প গ্রহণ করেছেন। স্বপ্নের পদ্মা সেতু বিনিযোগ বিকাশে বড় ধরণের ভূমিকা রাখতে সক্ষম হবে। পদ্মা সেতুর মাধ্যমে ২১টি জেলা সংযুক্ত হবে। মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

১৫ জুন ( বুধবার) সকালে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেস ইনোভেশন ইউনিট কর্তৃক লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ১০ উদ্ভাবণী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।

কর্শশালায় ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্যে রাখেন চট্টগ্রাম জেলা অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) মুুহাম্মদ আবু রায়হান দোলন ।

অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) এম ইব্রাহিম কবির, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমান,উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলাম মানিক, উপজেলা সমাজসেবা অফিসার মুুহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, পুটিবিলা ইউপি চেয়ারম্যান মুুহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানিক, আওয়ামীলীগ নেতা এইচ এম গনি সম্রাট, লোহাগাড়া সাংবাদিক ফোরামের সভাপতি এমএম আহমদ মনির, লোহাগাড়া প্রেস ক্লাব দপ্তর সম্পাদক মুহাম্মদ রায়হান সিকদার উপস্থিত ছিলেন।

এছাড়াও কর্মশালায় উপজেলা সকল দপ্তরের কর্মকর্তারা, জনপ্রতিনিধি, সাংবাদিক , সুশীল সমাজের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন