বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

গভীর রাতে ওসি রাশেদের পুলিশি অভিযান!

প্রকাশিত : ৫:৫৬ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

চুরি, ডাকাতি ছিনতাইসহ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে গভীর রাতে অভিযান পরিচালনা অব্যাহত রেখেছেন লোহাগাড়া থানা পুলিশ। প্রতিদিন রাতে লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের বিশেষ টিম বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার রাখতে এ তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান, লোহাগাড়ায় কোন অপরাধীদের স্থান হবেনা। বিট পুলিশিং সভায় অপরাধীদের কে হুশিয়ার করে বলেছি, অপরাধীরা লোহাগাড়ায় ছাড়েন, নতুবা ভাল হয়ে যান। চুরি,ডাকাতিসহ বিভিন্ন ধরণের অপরাধ দমনে আমরা কাজ করে যাচ্ছি। আমার থানা পুলিশের বিশেষ টিম কাজ করে যাচ্ছে। আমাদের রাত্রীকালীন পুলিশি মহড়া,পুলিশি অভিযান সাধারণ মানুষকে নিরাপত্তার ছাদরে রাখার জন্য অব্যাহত রেখেছি। অপরাধীদের দমন করতে, শান্তি শৃঙ্খলা আনতে পুলিশের পাশাপাশি জনগণ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সহযোগীতা কামনা করেন তিনি।

আরো পড়ুন