রবিবার, ০৩ নভেম্বর ২০২৪

খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখেঃ কচির আহমদ কায়সার 

প্রকাশিত : ৮:৪৩ পূর্বাহ্ন রবিবার, ০৩ নভেম্বর ২০২৪

 

 

নিজস্ব প্রতিবেদকঃ 

বৃহস্পতিবার রাত ৮টায় মাদার্শা পূর্ব বাবুনগরে ড.আবু রেজা নদভী এমপি নাইট ক্রিকেট টুর্ণামেন্ট ক্রিকেট এর দ্বিতীয় রাউন্ড খেলা সাতকানিয়া পৌরসভা মাইজ পাড়া একাদশ বনাম মাদার্শা কিংস একাদশ উদ্বোধন করেন সাতকানিয়া উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক ও নারী নেত্রী রিজিয়া রেজা চৌধুরী সহকারী একান্ত সচিব কচির আহমদ কায়সার, শুভ উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সদস্য এটিএম সাইফুল ইসলাম, আবুল হোসেন মনু,এওচিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাতকানিয়া পৌরসভা যুবলীগ নেতা কায়সার হামিদ অভি, সাতকানিয়া পৌরসভা ছাত্রলীগের আহবায়ক মোহাম্মদ ইদ্রিচ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সাংসদের এডমিন ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন বেলাল এইসময় প্রধান অতিথি বলেন খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুসমাজকে দূরে রাখে।এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সারাদেশে খেলাধুলায় অগ্রণী ভূমিকা রাখবে। গ্রামবাংলার ছোট ছোট টুর্নামেন্ট থেকে একদিন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে। যারা ভালো খেলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী করে তুলবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলেন।

আরো পড়ুন