মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

খেলাধুলা জীবনকে সুন্দর করেঃ ড.আবু রেজা নদভী এমপি নাইট শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টে জাকারিয়া  

প্রকাশিত : ১১:১৩ অপরাহ্ন মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

 

শুক্রবার ১৪ ই ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় মাদার্শা পূর্ব বাবুনগরে ড.আবু রেজা নদভী এমপি নাইট সর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠানে কোয়ার্টার ফাইনাল ম্যাচ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদার্শা ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ও একজন ক্রীড়া প্রেমী মানুষ জনাব মোহাম্মদ জাকারিয়া এই সময় তিনি বলেন খেলাধুলার মূল কথা হলো প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। প্রতিযোগিতামূলক মনোভাব খেলোয়াড়দের মধ্যে তৈরী করে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্ব। খেলাধুলার সঙ্গে স্বাস্থ্য ও মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সুস্থ দেহ মানেই সুস্থ মন। খেলাধুলা জীবনকে করে সুন্দর,মাদার্শা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন বেলাল এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সদস্য আবুল হোসেন মনু, মাদার্শা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল কবির মাদার্শা ইউনিয়ন যুবলীগ নেতা রুবেল সিকদার, আমিন চৌধুরী,জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মহসিন,মোরশেদুল আলম মিন্টু, ইউপি সদস্য ইজ্জত আলী ও সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তৌফিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন খেলায় অংশগ্রহণ করে বীর মুক্তিযোদ্ধা আবু জিয়া স্মৃতি সংসদ একাদশ বনাম সাতকানিয়া পৌরসভা মাইজপাড়া ক্রিকেট একাদশ,খেলা শেষে ৩৪ রানে বিজয় হয় বীর মুক্তিযোদ্ধা আবু জিয়া স্মৃতি সংসদ একাদশ।

আরো পড়ুন