বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

খেলাধুলার মাধ্যমে যুবকরা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে পারে:ওসমান আলী

প্রকাশিত : ৮:৩৫ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

সাতকানিয়ায় চেয়ারম্যান ওসমান আলী
————————————————-

সাতকানিয়া প্রতিনিধি

উত্তর সাতকানিয়া আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও কেওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান আলী বলেছেন, খেলাধুলার মাধ্যমে যুবকরা অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে থাকতে পারে। তাই বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করতে হবে।নিয়মিত খেলাধুলার পরিবেশ তৈরী করে দিতে পারলে এলাকা থেকে মাদকও কমে আসবে। তিনি দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের উত্তর ছদাহা ভেদেল্লা পাড়া আলোকিত সংগঠনের উদ্যোগে আন্তঃ গ্রাম ফুটবল টুর্নামেন্ট ২০২৩ ইং এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান মেহমানের বক্তব্য রাখাকালে উপরোক্ত কথা বলেন।

৩ মার্চ রোজ জুমাবার বিকালে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছদাহা ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদুর রহমান চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন, ছদাহা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন,মাস্টার জাহাঙ্গীর আলম, সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হারুন অর রশিদ মানিক ও যুবলীগ নেতা মফিজুর রহমান ।
এ আর ফুটবল একাদশ বনাম নয়াপাড়া ফুটবল একাদশ মধ্যকার খেলায় এ আর ফুটবল একাদশ বিজয়ী হয়। শেষাংশে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলকে ট্রফিসহ পুরস্কার তুলে দেন।

 

আরো পড়ুন