বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

কোচিং সেন্টার বন্ধ নিশ্চিতে মাঠে লোহাগাড়ার এসিল্যান্ড

প্রকাশিত : ২:৪০ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

কোচিং সেন্টারসমূহ বন্ধ রাখার সরকারি নির্দেশনা প্রতিপালনের নিমিত্ত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।

এসময় লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম, লোহাগাড়া থানার এসআই দুলাল বাড়ৈসহ আনসার বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, কোচিং সেন্টারসমূহ বন্ধ রাখার সরকারি নির্দেশনা প্রতিপালনের নিমিত্ত বুধবার বিকেলে লোহাগাড়া উপজেলায় বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে অভিযান পরিচালিত হয়েছে।আগামীকাল ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। ইতিমধ্যে ১২ সেপ্টেম্বর থেকে ০২ অক্টোবর পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখার বিষয়ে সরকারিভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার খোলা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

আরো পড়ুন