বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলামের সহযোগীতায় সাতকানিয়ায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত : ২:০৫ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের সাতকানিয়ায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৬ জানুয়ারী বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে চট্টগ্রাম জেলা প্রশাসক কর্তৃক বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক , সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান আমিনুল ইসলাম আমিন ভাইয়ের সার্বিক সহযোগিতায় সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের হাতিয়ারকুল নুরুল উলূম দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার ছাত্রদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাকানিয়া ইউনিয়ন অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্ ইসলাম চৌধুরী, সোনাকানিয়া ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাস্টার আবু তাহের,বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী, বড়হাতিয়ার কৃতি সন্তান,সমাজসেবক মিরান হোসেন মিজান,আওয়ামী লীগ নেতা খোরশেদুল আলম, মাদ্রাসার পরিচালক মুফতি মাওলানা মনসুরুল হক প্রমুখ।

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী, বড়হাতিয়ার কৃতি সন্তান,সমাজসেবক মিরান হোসেন মিজান জানান, কনকনে শীতে সাতকানিয়ার বিভিন্ন এলাকার মানুষ কস্ট পাচ্ছে। তাদের কস্টের কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে চট্টগ্রাম জেলা প্রশাসক কর্তৃক বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক , সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান আমিনুল ইসলাম আমিন ভাইয়ের সার্বিক সহযোগিতায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি।

আরো পড়ুন