রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

কৃষি জমির টপসয়েল কেটে বিক্রির দায়ে এসিল্যান্ডের অভিযান, যুবককে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ২:০৬ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

 

রায়হান সিকদার,দেশবাংলাঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা বাইয়ার পাড়া এলাকায় কৃষি জমির টপসয়েল কেটে বিক্রির দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আকবর নামে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।১ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল।অভিযানকালে থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল জানান,উপজেলার চরম্বা বাইয়ার পাড়া এলাকায় কৃষি জমির টপ সয়েল কেটে বিক্রি করছি প্রভাবশালীরা।গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনা করে মাটির টপসয়েল কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আকবর নামে এক যুবককে ৫০হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরো পড়ুন