বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

কৃষি জমির টপসয়েল কেটে বিক্রির দায়ে পুটিবিলায় এক যুবককে ১লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ১:৪৩ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

রায়হান সিকদার,দেশবাংলাঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গৌড়স্থান এলাকায় কৃষি জমির টপসয়েল কেটে বিক্রির দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই এলাকার আবদুল মোনাফের পুত্র শাহাব উদ্দিন(৩১) নামে এক যুবককে এক লাখ টাকা জরিমানা প্রদান করা হয়। ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল।অভিযানকালে উপজেলা ভূমি অফিসের স্টাফগণ, থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল জানান,উপজেলার পুটিবিলা গৌড়স্থান এলাকায় কৃষি জমির টপ সয়েল কেটে বিক্রি করছি প্রভাবশালীরা।গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে মাটির টপসয়েল কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাহাব উদ্দিন নামে এক যুবককে এক লাখ টাকা জরিমানা প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরো পড়ুন