বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

কুরবানির পশু হাটে যেকোন প্রকার চাঁদাবাজি কঠোর ভাবে দমন করা হবে

প্রকাশিত : ৫:১৮ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেছেন, কুরবানীর পশুর হাঁটে কিংবা গবাদি পশু পরিবহণে নিয়োজিত কোন গাড়ি থেকে কেউ চাঁদা দাবি করলে কঠোর হস্তে দমন করা হবে। কাউকে এক টাকাও চাঁদা দিবেন না। কেউ চাঁদা দাবি করলে সরাসরি থানা পুলিশকে ফোন দিবেন। পশুর হাটে জালনোট সনাক্ত করতে মেশিন বসানো হবে।

২৩ জুন ( শুক্রবার) সকালে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ কার্যালয়ে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৩ইং উপলক্ষে লোহাগাড়া উপজেলার গবাদি পশুর হাঁট ইজারাদারদের সাথে এক মতবিনিময় সভায় তিনি উক্ত কথাগুলো তুলে ধরেন।

লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান বলেছেন, ক্রেতা সাধারণের নিরাপত্তায় প্রতিটি গুরুত্বপূর্ণ হাঁটে পুলিশের বিশেষ টিম থাকবে। হাইওয়েতে কোন বাজার বসানো যাবে না। হাঁটে জালনোট চিহ্নিত করতে মেশিন বসানো হবে।পশুর হাটে গরুর দালালদের কোনরূপ সুযোগ দেওয়া যাবেনা। এ বিষয়ে ইজারাদারদের কে সতর্ক থাকতে হবে।

মতবিনিময় সভায় সকল ইজারাদারগণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন