শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫

কাল লোহাগাড়ায় আসছেন প্রফেসর ড.আবু রেজা নদভী এমপি

প্রকাশিত : ৭:০৬ পূর্বাহ্ন শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

 

আগামীকাল ২১ সেপ্টেম্বর মঙ্গলবার লোহাগাড়ায় আসছেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সংসদ সদস্য,আইআইইউসি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।

তিনি সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম সম্প্রসারিত ভবনের শুভ উদ্বোধন করবেন।

উদ্বোধনের বিষয়টি লোহাগাড়া উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসাইন নিশ্চিত করেছেন।

তিনি জানান,সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম সম্প্রসারিত ভবনের শুভ উদ্বোধন করবেন মাননীয় এমপি স্যার।প্রোগ্রামে চট্টগ্রাম সমাজসেবা উপ-পরিচালক মুহাম্মদ শহিদুল ইসলাম স্যার ও ইউএনও মুহাম্মদ আহসান হাবীব জিতু স্যার এবং লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ উপস্হিত থাকবেন।

জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য সমাজকর্মী মুুহাম্মদ আরমান বাবু রোমেল উক্ত প্রতিবেদককে জানান, দৃষ্টি প্রতিবন্ধী স্কুলটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল।সম্প্রসারণের পরে স্কুলে প্রয়োজনীয় আসবাবপত্র প্রদান করেন।সমাজকল্যাণ মন্ত্রনালয়ের পক্ষ থেকে মাননীয় এমপি ঐকান্তিক প্রচেষ্ঠায় সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম সম্প্রসারিত ভবনটি মাননীয় এমপি মহোদয় সকালে শুভ উদ্বোধন করবেন। পরে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সহায়ক সামগ্রী ও হুইল চেয়ার বিতরণ করবেন বলেও তিনি জানান।

আরো পড়ুন