বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ২:২৯ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
আগামীকাল ৮ অক্টোবর শনিবার থেকে শুরু হতে যাচ্ছে হাফেজ আহমদ রঃ প্রকাশ শাহ ছাহেব কেবলা কর্তৃক প্রবর্তিত চুনতির ঐতিহাসিক ১৯দিন ব্যাপী সীরতুন্নবী সঃ মাহফিল।
ওইদিন সকালে চট্টগ্রাম থেকে তিনি মাহফিলের উদ্দেশ্যে রওনা দিবেন এবং সাতকানিয়া থেকে গাড়িবহর করে মাহফিলে অংশগ্রহণ করবেন এবং বাদে জোহর মাহফিলের শুভ উদ্বোধন করবেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য,আইআইইউসি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
সাংসদের আগমনের বিষয়টি তার একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী নিশ্চিত করেছেন।
মাহফিলের শুরুতে তেলাওয়াতে কালামে পাক করবেন দক্ষিণ সুখছড়ি আবদুল খালেক শাহ ফাযিল মাদ্রাসার শিক্ষক মাওলানা জালাল উদ্দীন।
না’ আতে রাসুল (সা,)পাঠ করবেন চুনতী ফাতিমা বতুল মহিলা ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা হেলাল উদ্দিন মুহাম্মদ মুসা।
প্রথম দিবসে ছদরে মাহফিল করবেন মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ আজাদ।
ওয়ায়েজ করবেন আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ওসমান গনি।
তাই যথাসময়ে সীরতুন্নবী সঃ মাহফিলে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন
মোতাওয়ালল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক, শাহ ছাবেব কেবলার দৌহিত্র শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত এবং লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সীরত কমিটির মিডিয়া প্রধান শাহজাদা তৈয়বুল হক বেদার।