মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

চুনতিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় হেফজখানার শিক্ষার্থীর মৃত্যু 

প্রকাশিত : ১২:২৪ পূর্বাহ্ন মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

 

চট্টগ্রামের লোহাগাড়ায় বাইসাইকেলকে পিছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশুর নাম মুহাম্মদ সায়েম(১২)।

বুধবার ( ১ ডিসেম্বর ) বিকাল ৪ টার দিকে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি শাহ শাহেব গেইটের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম উপজেলার চুনতি বাগান পাড়ার বাসিন্দা এবং চুনতি বাজারের ব্যবসায়ী মোহাম্মদ কামাল উদ্দিনের ছেলে। সায়েম চুনতি বাজারস্থ হেফজখানার শিক্ষার্থী।

 

স্থানীয় ইউপি সদস্য মো. জমির উদ্দিন বাবর  জানান, বিকাল ৪ টার দিকে শিশু সিয়াম বাইসাইকেল চালিয়ে চুনতি বাজারের দিকে যাচ্ছিল।

এসময় পিছন থেকে একটি কাভার্ড ভ্যান বাইসাইকেলের পিছনে ধাক্কা দিলে মুহুর্তেই বাইসাইকেল থেকে ছিটকে পড়ে মাথার মগজে বের হয়ে ঘটনাস্থলেই শিশু সিয়ামের মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি আবদুর রব  জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হচ্ছে।  কাভার্ড ভ্যানটি আটক রয়েছে।

আরো পড়ুন