বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৭:২২ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের বনপুকুর পাড়াস্থ কাভার্ডভ্যান-ডাম্পট্রাক মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২জন নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় এলাকার আছহাব মিয়ার পুত্র ডাম্পট্রাক চালক কফিল উদ্দিন (২৫) ও আধুনগর ইউনিয়নের পেঠানের পাড়ার মো. হারুনের পুত্র মো স্কেভেটার চালক মাহফুজ (২০)।
স্হানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানা যায়, উল্লেখিত এলাকায় কাভার্ডভ্যান-ডাম্পট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। ড্রাম্পট্রাকের চালক ঘটনাস্থলে প্রান হারায় এবং আহত অবস্হায় হেলপার কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। লাশগুলো দোহাজারী থানায় নিয়ে যাওয়া হয়। কাভার্ডভ্যান আটক করে থানার হেফাজতে নিয়ে আসা হয়। ঘাতক চালক পলাতক রয়েছে বলেও তিনি জানান।