সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
প্রকাশিত : ৩:২৮ অপরাহ্ন সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিবেদকঃ
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া উপজেলার কলাউজান সুখছড়ি গৌরিসুন্দর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় ধীরেন্দ্র লাল দাশের নাতি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, লোহাগাড়া জেনারেল হাসপাতালের নির্বাহী পরিচালক , উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি নিবাস দাশ সাগর।
১৮ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত এ চিঠির মাধ্যমে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ইব্রাহীম নিশ্চিত করেছেন।
বিদ্যালয়ের এডহক কমিটির নব নির্বাচিত সভাপতি নিবাস দাশ সাগর বলেন, শিক্ষা মানোন্নয়নে কাজ করতে অগ্রণী ভূমিকা রাখবো। আমিও এ বিদ্যালয়ের ছাত্র ছিলাম। এ বিদ্যালয়ের অনেক ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। বিদ্যালয়ের শিক্ষা মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
নিবাস দাশ সাগর বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা-কর্মচারী ও সকল শিক্ষার্থীদের কে ধন্যবাদ জানিয়েছেন।