বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৬:২১ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
রায়হান সিকদারঃ
উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ সকালে হঠাৎ হাজির হলেন লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কলাউজান ডাঃ এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয়ে। গাড়ি থেকে নামার পরপরই শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস জেগেছে। তিনি প্রধান শিক্ষককে সাথে নিয়ে ক্লাসে ঢুকলেন, শুরু করলেন তার ধারাবাহিক শিক্ষা বিষয়ক কার্যক্রম। তিনি বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে ক্লাসে কিছু সময় ক্লাস নিলেন। শিক্ষার্থীরা তাঁর ক্লাস মনোযোগ দিয়ে শুনলেন।
ক্লাস শেষে তার নিয়মিত শিক্ষা কার্যক্রম Everyday Five Words এর উপর প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে বিজয়ী ২জন শিক্ষার্থীর হাতে তুলে দেন আকর্ষণীয় পুরস্কারের ‘উইনার্স ব্যাগ’।
বিজয়ী শিক্ষার্থীরা হলেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইস্পা বিনতে ইসলাম ও সাইমুন হক উপেল।
স্কুলের বিজয়ী শিক্ষার্থীরা ‘উইনার্স ব্যাগ’ পেয়ে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছে।
শিক্ষার্থী ইস্পা বিনতে ইসলাম জানান, আমরা অত্যন্ত খুশি। ইউএনও স্যারের এটি ব্যতিক্রমী উদ্যোগ।আমাদের অনেক ভাল লেগেছে। এখান থেকে আমরা অনেক শিক্ষা পেয়েছি। আমাদের আত্মবিশ্বাস বাড়ছে। স্যারকে সঠিক উত্তর দিয়ে আমরা আজকে বিজয়ী হয়েছি। ‘এভরিডে ফাইভ ওয়ার্ডস’ স্যারের অসাধারণ একটি উদ্যোগ। এর মাধ্যমে আমাদের পড়াশুনার মানেরও অনেক উন্নতি হচ্ছে। স্যারকে আমরা অনেক ধন্যবাদ জানাই।
ডাঃ এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুপ কান্তি পাল বলেন, ইউএনও স্যার আমাদের স্কুলে আসেন। পরে শ্রেনীকক্ষে ঢুকে ক্লাস নিয়েছেন। স্যারের আগমনে শিক্ষার্থীরা অনেক উচ্ছ্বসিত ও আনন্দিত। আমরা এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। স্যারের প্রতিটি উদ্যোগই অত্যন্ত প্রশংসার দাবি রাখে। স্যার আজকে ‘উইনার্স ব্যাগ’ প্রদানের মাধ্যমে আমাদের শিক্ষক-শিক্ষার্থী সকলকে ব্যাপকভাবে উৎসাহিত করলেন। শিক্ষাখাতে একের পর এক স্যারের অসাধারণ ও ভালো কাজের সাক্ষী হতে পেরে আমি খুবই আনন্দিত। স্যারকে অশেষ ধন্যবাদ। আমার শিক্ষার্থীদেরকেও ধন্যবাদ জানাই।
উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ জানান, শিক্ষা নিয়ে কাজ করাটা আমার ব্যাপক আগ্রহ ও আবেগের সাথে জড়িত। আমি শিক্ষাখাতে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আজকে ডাঃ এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয়ে কিছু সময়ের জন্য ক্লাস নিয়েছি। প্রতিযোগিতার আয়োজন করেছি। শিক্ষার্থীরা অনেক মনোযোগী ছিল।ব্যাপক সাড়াও পাচ্ছি। ইতোমধ্যেই বিভিন্ন কার্যক্রমের ফল পাওয়া শুরু করেছি। আগামীতে আরও অনেক উন্নতির স্বপ্ন দেখছি। শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজও ‘উইনার্স ব্যাগ’ দেওয়া হয়েছে বিজয়ী ছয় শিক্ষার্থীকে। বিজয়ী শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দিতে পেরে আমি খুবই আনন্দিত। তাদের অসাধারণ পারফরম্যান্স এ আমি মুগ্ধ। ভবিষ্যতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদেরকে ‘উইনার্স ব্যাগ’ প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিদর্শন কালে লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোঃ মাহবুব আলম শাওন ভুঁইয়া, ডাঃ এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার অরুপ কান্তি পালসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Lohagara Thana Ctg
Erfan Chy
Shaon Bhuiyan