বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

কলাউজানে ৪মেধাবী শিক্ষার্থী পেলো পুলিন বিহারী চৌধুরী মেমোরিয়াল স্কলারশিপ

প্রকাশিত : ৫:১৭ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

 

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কলাউজান ইউনিয়নের কলাউজান সুখছড়ী গৌরসুন্দর উচ্চ বিদ্যাপিঠের ২০২২সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

অনুষ্ঠান বিদায় সংবর্ধনা শেষে বুয়েটের প্রাক্তন প্রফেসর ড.দীপক কান্তি দাশের পৃষ্টপোষকতায় কলাউজান গৌরসুন্দর উচ্চ বিদ্যাপিঠের বিজ্ঞান, ব্যবসায় ও মানবিক শাখার ৪জন শিক্ষার্থীদেরকে পুলিন বিহারী চৌধুরী মেমোরিয়াল স্কলারশিপ প্রদান করা হয়।

এছাড়াও বিদ্যালয়ের সভাপতি দানবীর আলহাজ্ব নবাব আলীকেও পুলিন বিহারী চৌধুরী মেমোরিয়াল স্কলারশিপের পক্ষ থেকে সম্মাননা স্বারক ক্রেষ্ট প্রদান করা হয়।

৯ জুন দুপুরে বিদ্যালয়ের হল রুমে আয়োজিত ৪ মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি,সনদ ও কৃতিত্ব স্বারক প্রদান করেন কলাউজান গৌরসুন্দর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ঠ শিল্পপতি ও দানবীর আলহাজ্ব মুুহাম্মদ নবাব আলী।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিহির কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুুহাম্মদ ইব্রাহীম, পুলিন বিহারী চৌধুরী মেমোরিয়াল স্কলারশিপের আহবায়ক, আমিরাবাদ ইউপির ৯নং ওয়ার্ডের মেম্বার মৃণাল কান্তি মিলন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য দূর্জতি প্রসাদ দাশ, টিটু দাশ প্রকাশ টিটু মহাজন, হারুনুর রশিদ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন