বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৬:০৬ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজানের আদারচর এলাকায় মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দন্ডপ্রাপ্তদের নাম উপজেলার কলাউজান ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ পুর্ব কলাউজানের আবদুল মোনাফের পুত্র মুুহাম্মদ ওমর ফারুক(৩৭) এবং একই এলাকার সিরাজুল ইসলামের পুক্র মুহাম্মদ রাসেল(৩২)।
২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।
অভিযানকালে লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান,থানার এসআই মামুনোর রশিদসহ আনসার ও পুলিশ বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, উপজেলার কলাউজানের আদার চর এলাকায় ওমর ফারুক ও রাসেল মাদক সেবন করছিল। খবর পেয়ে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের বিরক্তির কারণ ও শান্তি বিনষ্ট করার অপরাধে ওমর ফারুককে ২মাসের জেল ও ৪০০টাকা অর্থদণ্ড এবং রাসেলকে ২০দিনের জেল ও ২০০টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে ও জনকল্যাণে এ ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।