রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

কক্সবাজার বিচ ভিউ হোটেল পরিদর্শনে ভারতের সহকারী হাই কমিশনার ড.রাজিব রঞ্জন

প্রকাশিত : ২:০৫ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

 

পর্যটন নগরী খ্যাত কক্সবাজার বিচ ভিউ হোটেল পরিদর্শন করেছেন ভারতের সহকারী হাই কমিশনার(চট্টগ্রাম) ড.রাজিব রঞ্জন।

২৯ মার্চ সকালে তিনি কক্সবাজার বিচ ভিউতে আগমন করলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিচ ভিউ হোটেলের এমডি, লোহাগাড়া মা`মনি হাসপাতালের প্রতিষ্ঠাতা, পদুয়ার কৃতি সন্তান, সমাজসেবক এম.এ কাসেম।

ভারত সহকারী হাই কমিশনার(চট্টগ্রাম) ড.রাজিব রঞ্জন বিচ ভিউ হোটেলের বিভিন্ন কক্ষে পরিদর্শন করেন।পরিদর্শনে তিনি সন্তোষ প্রকাশ করেন।

লোহাগাড়া মা`মনি হাসপাতালের প্রতিষ্ঠাতা, কক্সবাজার বিচ ভিউ হোটেলের এমডি এম.এ কাসেম জানান, মাননীয় ভারতের সহকারী হাই কমিশনার মহোদয় আমাদের প্রতিষ্ঠানে পরিদর্শন আসেন। আমার বাড়ী লোহাগাড়ায় যেহেতু সেক্ষেত্রে তিনি লোহাগাড়ার বর্তমান পরিস্হিতি সম্পর্কে জানেন।আমাকে মাননীয় সহকারী হাই কমিশনার মহোদয়কে বলেছি, লোহাগাড়ার মানুষ অনেক বেশী শান্তিপ্রিয় এবং পবিত্র জায়গা। তিনি শীঘ্রই লোহাগাড়ায় আমাদের মা`মনি হাসপাতাল পরিদর্শনে আসবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

আরো পড়ুন