বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র বোর্ড অব ট্রাস্টিজ এর সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ১২:১২ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

 

রায়হান সিকদার,বিশেষ প্রতিনিধিঃ

পর্যটন নগরী কক্সবাজার শহরের একমাত্র সর্বোচ্চ বিদ্যাপীঠ “কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির” বোর্ড অব ট্রাস্টিজ এর সভা অনুষ্ঠিত হয়েছে।

‘কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি’র চট্টগ্রামস্হ কার্যালয়, আর.এফ. ক্লাসিক পয়েন্ট (২য় তলা), ৮ কাতালগঞ্জ, চকবাজার, চট্টগ্রাম অফিস এর কনফারেন্স রুমে সভা সম্পন্ন হয়।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি বিশিষ্ট রাজনীতিবীদ সালাউদ্দিন আহমেদ (সিআইপি) সাহেবের সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি শিক্ষানুরাগী লায়ন মোঃ মুজিবুর রহমান এর পরিচালনায় উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক আভ্যন্তরীণ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও বিগত সভার প্রস্তাবাবলী পঠন এবং বিভিন্ন বিষয় নিয়ে বিষদ পর্যালোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় নিম্নোক্ত সম্মানিত সদস্যগণের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাসেম, ট্রাস্টি বোর্ডের সদস্য মাহবুবা সুলতানা, আব্দুস সবুর, জনাব আব্দুল মাবুদ, এএসএম সাইফুর রহমান, সালেহা সুলতানা আয়েশা সালাউদ্দিন, এবং মোহাম্মদ মহসিন প্রমুখ।

আরো পড়ুন