বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ২:৩৮ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে।
১৭এপ্রিল সকালে লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতুর সভাপতিত্বে সভায় বক্তব্যে রা্খেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুুহাম্মদ আতিকুর রহমান, উপজেলা স্বাস্হ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান, দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, উপজেলা ডেপুটি কমান্ডার মুহাম্মদ আবদুল হামিদ বেঙ্গল।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, কলাউজান ইউপির চেয়ারম্যান এম এ ওয়াহেদ, চুনতি ইউপির চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী,পুটিবিলা ইউপির চেয়ারম্যান মুুহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানিক, আমিরাবাদ ইউপির চেয়ারম্যান এসএম ইউনুচ,লোহাগাড়া প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দিন,দপ্তর সম্পাদক মুুহাম্মদ রায়হান সিকদার,প্রচার-প্রকাশনা সম্পাদক মুহাম্মদ জাহেদুল ইসলাম, আধুনগর ইউপির প্যানেল চেয়ারম্যান মুুহাম্মদ জয়নুল আবেদীন, চরম্বা ইউপির প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ সোলাইমান, পদুয়া ও চুনতি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা শরফুদ্দিন খাঁন সাদি, আধুনগর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মুহাম্মদ এনামুল হকসহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপজেলা সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দরা উপস্হিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এই দিনটি বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন। সে দিন আনুষ্ঠানিকভাবে শপথ নেয়ায় মুজিবনগর সরকারের নেতৃত্ব ও পরিচালনায় মহান মুক্তিযুদ্ধের সফল পরিণতি ঘটে। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের এই দিনে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহাকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। মুজিবনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে গঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম সরকার। তবে এর আগে ২৫ মার্চ রাতে পাকিস্তানিদের হাতে বঙ্গবন্ধু গ্রেফতার হওয়ায় তার অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন সৈয়দ নজরুল ইসলাম। সে দিন সরকারের মন্ত্রিপরিষদের আনুষ্ঠানিক শপথ ছাড়াও স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়। এ অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে। বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ এবং মুজিবনগর দিবসের সঠিক ইতিহাস জানাতে হবে।