বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৬:২২ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুচিবিলা ইউনিয়নের ২নং ওয়ার্ড একটি ঘনবসতি এলাকা। এ ওয়ার্ডে বড়ুয়া পাড়ায় একটি সড়ক রয়েছে। সড়কটি দীর্ঘদিন বেদখলে ছিল। সরকারী এ রাস্তাটি প্রতিবদ্ধকতা সৃষ্ঠি করে রেখেছিল এলাকার কিছু দুষ্টু চক্র। সড়কটি চলাচলের অনেক গুরুত্বপুর্ণ। এলাকাবাসীরা সড়কটি উদ্ধার করতে পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক কে অবহিত করছিল।তিনি সড়কটি কাজ শুরু করার চেষ্ঠা করলে দুষ্ঠু চক্ররা বার বার বাঁধা প্রদান করে।
সড়কটির বিষয়ে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কে অবহিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।
এসিল্যান্ড সড়কটি সরকারী স্বার্থ জড়িত আছে কিনা নিশ্চিত,করতে উপজেলা ভূমি অফিসের কানুনগো এবং চুনতি ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ ইদ্রিস কে পরিমাপ করার নির্দেশনা প্রদান করেন। পরিমাপকালে সড়কটির সরকারী স্বার্থ জড়িত রয়েছে সত্যতা পান।
১৪ মার্চ (মঙ্গলবার) সকালে এসিল্যান্ডের হস্তক্ষেপে পুটিবিলা বড়ুয়া সড়কটির কাজ শুরু করা হয়। জনগণের চলাচলের সুবিধার্থে সড়কের দু` পাশে মাটি দিয়ে ভরাট করে সড়কটি উপযোগী করে তুলেন।
কাজ চলাকালে সড়কটি সার্বিক তদারিকি করেন পুটিবিলা ইউপির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানিক।
এসময় মানবতাবাদী ভিক্ষু নেতা তাপস জ্যোতি ভিক্ষু, স্থানীয় ইউপি সদস্য মোঃ নাছির উদ্দিন,মাস্টার নাছির উদ্দিন, থানা পুলশ ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
পুটিবিলা ইউপির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানিক জানান, পুটিবিলা বড়ুয়া সড়কটি অনেক গুরুত্বপূর্ণ। এলাকার কিছু দুষ্ট প্রকৃতির লোক সড়কটি দখল করে রেখেছিল। সড়কটি উদ্ধার ও সংস্কারের জন্য এসিল্যান্ড মহোদয়কে অবহিত করার পর তিনি কানোনুগো এবং তহসিলদার কে পাঠিয়ে পরিমাপ করেন। স্যারের নির্দেশে বড়ুয়া পাড়া সড়কটি উদ্ধার করা হয়েছে। এছাড়াও লোহাগাড়া থানা ওসি মহোদয়ও এসআই আলমগীর কে সড়কটি উদ্ধার কাজে সহযোগীতা করেছেন।
লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান,
জনসাধারণের চলাচল রাস্তা পরিমাপ করতে কানুনগো ও তহসিলদার কে নির্দেশনা প্রদান করা হয়। জনচলাচল নির্বিঘ্ন করতে সরকারি গোপাটের জায়গা উন্মুক্ত করা হয়েছে৷ স্থানীয় এলাকাবাসী সহ সকলের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে সড়কটির কাজ শুরু করার ফলে এলাকাবাসী এর সুফল পাবে বলে আমি আশা করি।