বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

এমপি নদভী ও রিজিয়া রেজা চৌধুরীর পক্ষে লোহাগাড়ায় অতি দরিদ্র পরিবারের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত : ২:২৩ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম ১৫(সাতকানিয়া-লোহাগাড়া) আসনের মাননীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি এবং সাতকানিয়া-লোহাগাড়া’র নারী জাগরণের অগ্রদূত ও বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী পক্ষ থেকে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন উদ্যােগে অত্র ফাউন্ডেশনের চেয়ারম্যান ড.আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন এর তত্ত্বাবধানে লোহাগাড়া উপজেলায় শীত বস্ত্র বিতরণ করা হয়েছে

৬ ফেব্রুয়ারি( সোমবার) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াবুল হক চৌধুরী বাবুল।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরিফ উল্লাহ,চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও স্থানীয় সাংসদের সচিব এরফানুল করিম চৌধুরী,লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন ও পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ,আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরীসহ আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দরা।

আরো পড়ুন