মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ২:০৪ পূর্বাহ্ন মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
গেল ১৭ অক্টোবর চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে (লোহাগাড়া-সাতকানিয়া-বাঁশখালী) আসন থেকে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন লোহাগাড়ার মেয়ে, লোহাগাড়ার পুত্রবধু মিসেস সুরাইয়া খানম।
তিনি জেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা ,সদস্য নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক,আইআইইউসি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, সাতকানিয়া-লোহাগাড়ার উন্নয়নের কান্ডারী প্রফেসর ড.আবু রেজা মুুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি এবং বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য,সাতকানিয়া-লোহাগাড়ার নারীদের বিশ্বাসের ঠিকানা মিসেস রিজিয়া রেজা চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত শেষে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি,লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক, সরকারী সিটি কলেজের সাবেক মেধাবী ছাত্র, রিদুয়ানুল হক সুজনের সহধর্মিণী মিসেস সুরাইয়া খানম।
২২ অক্টোবর রাত ১০টার দিকে চট্টগ্রামস্থ নদভী প্যালেসে সৌজন্যে সাক্ষাত শেষ করে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় জেলা পরিষদের নব নির্বাচিত মহিলা সদস্য সুরাইয়া খানমের স্বামী, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুওয়ানুল হক সুজন এবং সাতকানিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন।
শুভেচ্ছা বিনিময়কালে নব নির্বাচিত জেলা পরিষদ নব নির্বাচিত সদস্য সুরাইয়া খানমকে ধন্যবাদ ও অভিনন্দন জানান সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুুহাম্মদ নদভী এবং কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরী।