বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ১১:৫৬ অপরাহ্ন বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
শহীদুল ইসলাম বাবর,দেশবাংলা.নেট
সাতকানিয়া-লোহাগাড়া আসনের জাতীয় সংসদ সদস্য বিশ্ববরেণ্য ইসলামী স্কলার প্রফেসর ডঃ আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভীর হাত ধরে ইসলাম গ্রহণ করেছেন এক যুবক। ১০ নভেম্বর রবিবার দুপুরে চুনতীর ঐতিহাসিক ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে চাকমা যুবককে কালেমা পড়ানোর মাধ্যমে ইসলাম গ্রহণ করান তিনি। ইসলাম গ্রহণ করা যুবকের নাম কিরণ চাকমা। বর্তমানে তার নাম রাখা হয়েছে মোহাম্মদ জাহেদুল ইসলাম। মাহফিল পরিচালনা কমিটির সমন্বয়ক ও শাহ সাহেব কেবলার দৌহিত্র মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত বিষয়টি নিশ্চিত করেছেন। রহমান লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো সাইফুল ইসলাম সহ বিশিষ্ট আলেমে দ্বীনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।