রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টঃ দোহাজারীকে হারিয়ে ফাইনালে পৌঁছালো লোহাগাড়া ফুটবল একাদশ

প্রকাশিত : ১:৫৫ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

লোহাগাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে চট্টগ্রাম-১৫ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনালে দোহাজারী ফুটবল একাডেমীকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উন্নিত হওয়ার গৌরব অর্জন করেছেন লোহাগাড়া ফুটবল একাদশ।

শনিবার (১৯ মার্চ) বিকেলে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত জমজমাট সেমিফাইনালে পদুয়ার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক,লোহাগাড়া উপজেলা ব্রিকফিল্ড মালিক সমিতির সহ-সভাপতি হাজ্বী মুহাম্মদ নুরুল আলম কোম্পানীর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।

খেলার উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক নুরুল কবির কোম্পানি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির উদ্দীন, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ,লোহাগাড়া উপজেলা ব্রিকফিল্ড মালিক সমিতির সাবেক সভাপতি শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী, হোটেল মিডওয় ইনের স্বত্বাধিকারী, প্রাঙ্গণ ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজসেবক হারুনর রশীদ, উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক ও টুর্ণামেন্টে সদস্য সচিব মাস্টার এসকে সামশুল আলম, বিশিষ্ট সমাজসেবক,পদুয়ার কৃতি সন্তান,লোহাগাড়া উপজেলা ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুল ইসলাম সিকদার, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ও সাবেক প্রধান শিক্ষক সুজিত পাল,বান্দরবান জেলা ফুটবলের প্রতিনিধি মুহাম্মদ নাছির উদ্দিন, যুবলীগ নেতা ইন্জামামুল হক যুবরাজ, যুবলীগ নেতা সেলিম উদ্দিন সহ হাজার হাজার ক্রীড়ামােদী দর্শক উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনায় রেফারীর দায়িত্বে ছিলেন খোরশেদ আলম।

খেলায় ধারা বর্ণানা করেন- জনপ্রিয় ধারাভাষ্যকার মো. সেলিম উদ্দিন, আব্দুল মন্নান আজাদ ও কাইছার হামিদ।

আরো পড়ুন