মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টঃ হাটহাজারীকে হারিয়ে ফাইনালে পৌঁছালো চন্দনাইশ ফুটবল একাদশ

প্রকাশিত : ৩:৪৮ পূর্বাহ্ন মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

 

লোহাগাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে চট্টগ্রাম-১৫ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে হাটহাজারী ফুটবল একাডেমীকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উন্নিত হওয়ার গৌরব অর্জন করেছেন চন্দনাইশ ফুটবল একাদশ।

রোববার (২০ মার্চ) বিকেলে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত জমজমাট সেমিফাইনালে লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক,টুর্নামেন্ট কমিটির আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু ।

খেলার উদ্বোধক ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আতিকুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ,লোহাগাড়া উপজেলা ব্রিকফিল্ড মালিক সমিতির সাবেক সভাপতি শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী,উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক ও টুর্ণামেন্টে সদস্য সচিব মাস্টার এসকে সামশুল আলম,লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ও সাবেক প্রধান শিক্ষক সুজিত পাল,এম এ আজিজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুুহাম্মদ আবদুল আজিজ,বান্দরবান জেলা ফুটবলের প্রতিনিধি মুহাম্মদ নাছির উদ্দিন,নাছির উদ্দিন মেম্বার, যুবলীগ নেতা ইন্জামামুল হক যুবরাজ সহ হাজার হাজার ক্রীড়ামােদী দর্শক উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনায় রেফারীর দায়িত্বে ছিলেন বিটু রাজ বড়ুয়া।

খেলায় ধারা বর্ণানা করেন- জনপ্রিয় ধারাভাষ্যকার মো. সেলিম উদ্দিন ও কাইছার হামিদ।

আরো পড়ুন