বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৬:৩১ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নে পবিত্র মাহে রমাদান এর বাজার মনিটরিং এর অংশ হিসেবে এমচর হাট বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মূল্য তালিকা ছাড়া পণ্য বিক্রয়,অধিক মূল্যে পণ্য বিক্রয় করায় ১১ টি মামলায় ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়।
১০ এপ্রিল বিকেলে ভ্রাম্যমাণ আদালতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।
অভিযান কালে লোহাগাড়া থানার এসআই নুরুন্নবী, উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী সহ অনেকেই উপস্হিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, পবিত্র মাহে রমজান মাসে কোন ধরণের পণ্য অতিরিক্ত দামে নেওয়া যাবেনা। রমাদান এর বাজার মনিটরিং এর অংশ হিসেবে এমচর হাট বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা ছাড়া পণ্য বিক্রয়,অধিক মূল্যে পণ্য বিক্রয় করায় ১১ টি মামলায় ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।