বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

এবার সাতকানিয়ায় হাতির তান্ডব

প্রকাশিত : ১২:৪২ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

শহীদুল ইসলাম বাবর,দেশবাংলা.নেট

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় লোকালয়ে হানা দিয়েছে বন্য হাতির দল। হাতি দল খেয়ে তছনছ করে দিচ্ছে কৃষকের পাকা আমন ধান। বন্য হাতির দল গত বৃহস্পতিবার রাতে উপজেলার ছদাহা এলাকায় লোকালয়ে প্রবেশ করে ধান খেয়ে আবার পাহাড়ে ঢুকে পড়ে। গতকাল শুক্রবার রাত ১০ টার সময়ও বন্য হাতির দল ছদাহার পাহাড়ি এলাকায় অবস্থান করছিল।
এর আগের সপ্তাহে হাতির দল লোহাগাডা উপজেলার লোকালয়ে চলে এসে ফসলের ব্যাপক ক্ষতি করে। আর বোয়ালখালীতে তান্ডব চালিয়ে তিন জনকে হত্যা করে হাতির দল।
সুত্র জানায়, বৃহস্পতিবার রাতে এক দল বন্য হাতি উত্তর ছদাহা এলাকায় লোকালয়ে হানা দেয়। এসময় হাতির দল ছদাহা এলাকার বিলে নেমে কৃষকের পাকা আমন ধান খেয়ে ফেলে। এছাড়া হাতির পায়ের নিচে পড়ে ধানের ব্যাপক ক্ষতি হয়। ইউপি চেয়ারম্যান মোসাদ হোসেন চৌধুরী জানান, বন্য হাতির দল বৃহস্পতিবার রাতে উত্তর ছদাহা এলাকায় লোকালয়ে ঢুকে পড়ে। সেখানে বিলে নেমে দীর্ঘক্ষন ধান খাওয়ার পর আবার পাহাড়ে ঢুকে পড়ে। হাতির দলটি এখনো ছাদাহা এলাকায় পাহাড়ের ভেতর অবস্থান করছে। ফলে লোকজন এখন আতংকের মধ্যে রয়েছে। পদুয়া রেঞ্জের আওতাধীন বড়দুয়ারা বন বিট কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে এক দল বন্য হাতি উত্তর ছদাহা এলাকায় লোকালয়ে এসেছিল। সেখানে ধান খাওয়ার পর আবার বনে ফিরে গেছে। হাতির দলটি এখন পাহাড়ের ভেতর অবস্থান করছে। তবে আবারো যেকোন মূহুর্তে লোকালয়ে নেমে আসতে পারে। হাতি লোকালয়ে আসলে পাহাড়ের দিকে ফিরিয়ে দেয়ার চেষ্টার সকল প্রস্তুতি আমাদের রয়েছে

আরো পড়ুন