সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

এবার থানা পুলিশের জালে চুনতির মাদক বিক্রেতা জুনাইদ আটক, ইয়াবা জব্দ

প্রকাশিত : ২:৩০ অপরাহ্ন সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ 

 

চট্টগ্রামের লোহাগাড়ায় এক মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৬হাজার পিচ ইয়াবা জব্দ করা হয়।

১৪ সেপ্টেম্বর সকালে তাকে চট্টগ্রাম আদালতে সৌপর্দ করা হয়েছে বলে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।

আটককৃত মাদক কারবারী উপজেলার চুনতি হাফেজিয়া মাদ্রাসার পার্শ্বে ইলিয়াছের বাড়ি এলাকার মৃত ইলিয়াছ মিয়ার পুত্র এমডি জুনাইদ হোসেন(২৫)।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমূখী যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে ৬ হাজার পিচ ইয়াবা সহ ১মাদক কারবারীকে আটক করে।

আটককৃত ইয়াবার আনুমানিক মুল্য ১৮ লক্ষ টাকা হবে বলে জানা গেছে।

আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্তণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

 

আরো পড়ুন