মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
প্রকাশিত : ১২:৪৮ পূর্বাহ্ন মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৩হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত কক্সবাজার টেকনাফ মৌচনী পাড়ার মৃত নুরুল ইসলামের পুত্র মুহাম্মদ আবদুল আমিন প্রকাশ পেঠান(২৮) এবং সে একজন শারীরিক প্রতিবন্ধী।
লোহাগাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান জানান,প্রতিবন্ধীরাও এখন মাদক বেচে নিচ্ছে। গতকাল রাত সাড়ে ১১ট্র দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে যাত্রীবাহি বাস থামিয়ে তার শরীরে তল্লাশি চালিয়ে তাকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। আটককৃত পেঠান জম্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী।
তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজ ২৪ জানুয়ারী সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হচ্ছে বলে থানা সুত্রে জানা গেছে।