বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুলের রোগমুক্তি কামনায় আধুনগরে খতমে কোরআন ও দোয়া মাহফিল

প্রকাশিত : ৪:৫৪ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, মাটি ও মানুষের নেতা জিয়াউল হক চৌধুরী বাবুলের রোগমুক্তি কামনায় লোহাগাড়ায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৩ নভেম্বর বাদে আছর উপজেলার আধুনগর স্পোটিং ক্লাবের আয়োজনে আল আমিন তাহফিজুল কোরআন একাডেমির হল রুমে কোরআনের পাখিদের সাথে নিয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আধুনগর ইউপির চেয়ারম্যান, আধুনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি,আধুনগর ইসলামিয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাসার সদস্য, আল আমিন তাহফিজুল কোরআন একাডেমির সভাপতি
আলহাজ্ব মুুহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের ভাগিনা, উপজেলা ব্রিকফিল্ড মালিক সমিতির সাবেক সভাপতি, উপজেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক , লায়লা-হাকিম হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি,উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মুুহাম্মদ রিদুওয়ানুল হক সুজন,আধুনগর ইউপির ৯নং ওয়ার্ডের মেম্বার মাওলানা ওসমান গণি, আধুনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুুহাম্মদ রিদুয়ানুল হক রুবেল, স্বেচ্ছাসেবকলীগ নেতা মুহাম্মদ বেলাল,যুবলীগ নেতা মুহাম্মদ কামরুল ইসলাম নয়নসহ অন্যানারা।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন
আল আমিন তাহফিজুল কোরআন একাডেমির তত্বাবধায়ক হাফেজ মাওলানা জহির উদ্দিন।

আরো পড়ুন