মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

উত্তর আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্টান

প্রকাশিত : ৯:১২ পূর্বাহ্ন মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

 

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্টান উত্তর আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী পিএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্টান ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

১৪ নভেম্বর সকালে বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সফল সভাপতি ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক মুহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি,দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক যুব সমাজের অহংকার মিয়া মোহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ ফেরদৌস।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য জয়দেব দাশ, সহ-সভাপতি মীর হোসেন,সদস্য মুহাম্মদ আসাহাব উদ্দিন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন, আবুল মনসুর, সহকারী শিক্ষিকা ইলা চৌধুরী, প্রিয়াংকা দত্ত।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ শেখ আহমদ।

অনুষ্টান শেষে পরীক্ষার্থীদের মাঝে প্রবেশ পত্র,শিক্ষা উপকরণ ও গিফট সামগ্রী বিতরণ করেন উপস্হিত সকল অতিথিবৃন্দ।

আরো পড়ুন