বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন সংস্কারের উদ্যোগ নিলেন সভাপতি মিয়া মোঃ শাহজাহান

প্রকাশিত : ৫:১৯ অপরাহ্ন বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

 

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্টান উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের অনেক সুনাম এবং ঐতিহ্য রয়েছে।এ বিদ্যালয়ের পরিচালনা কমিটি নিয়ে দীর্ঘদিন জটিলতা ছিল।নানান জটিলতা পাশ কাটিয়ে গত মাসখানিক পুর্বে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পান আমিরাবাদ দর্জি পাড়া গ্রামের কৃতি সন্তান,দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক, বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য সচিব, যুব সমাজের অহংকার মিয়া মোহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ।

তিনি সভাপতির দায়িত্ব নেওয়ার পর প্রথম উদ্যোগ ছিল বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়ন।

জানা যায়, উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিন ধরে একটি ভবন পরিত্যক্ত ছিল। এ ভবনে শিক্ষার্থীরা অতি কষ্টে পাঠদান গ্রহন করতেন। শিক্ষকরাও শিক্ষার্থীদের পাঠদানে ব্যাহত ছিল।
শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ চরম দূর্ভোগে পড়াশুনা করে আসছে। বিদ্যালয়টি ১৯৩৭ সালে প্রতিষ্টিত হয়েছিল।

অবহেলিত অবস্থায় পড়ে থাকা বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনটি সংস্কারের উদ্যোগ নিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ, উন্নয়নের
সফল কান্ডারী প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির নির্দেশে বিদ্যালয়ের সভাপতি পরিত্যক্ত ভবনটি সংস্কারের উদ্যোগ গ্রহন করেছেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে এ ভবন সংস্কারের কাজের জন্য ১৩ লক্ষ টাকা নির্ধারণ করা হয় ।

৭ডিসেম্বর সকালে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন সংস্কারের কাজ পরিদর্শন করতে আসেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি,যুব সমাজের অহংকার মিয়া মোহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ।
এসময় উপস্হিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি, চট্টগ্রামের ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মুহাম্মদ ইসমাঈল,বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ব্যবসায়ী মুহাম্মদ শাহ আলম,
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাস্টার আজিজুল হক, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার আলী আহমদ,বিজন কুমার আচার্য, অনুব্রত পাল, মুহাম্মদ ইউনুছ,শিক্ষিকা লক্ষি দত্ত, শিক্ষিকা বন্দনা চৌধুরী, বিদ্যালয়ের সহকারী রিটন ভট্টাচার্য প্রমুখ।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, যুব সমাজের অহংকার মিয়া মোহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ জানান, আমি শিক্ষা প্রতিষ্টানকে খুব ভালবাসি। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। শিক্ষার্থীরা একটি সমাজকে আলোকিত করে। একটি সমাজ উন্নত হয়। তিনি আরো বলেন, এরকম একটি শিক্ষা প্রতিষ্টানে সভাপতির দায়িত্ব পালন করতে পেরে নিজেকে খুব বেশী সৌভাগ্যবান মনে করছি। তিনি আরো জানান, মাননীয় এমপি মহোদয়ের নির্দেশে তিনি বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের সংস্কারের উদ্যোগ নিয়েছেন। এ বিদ্যালয়কে সকলের সহযোগীতা পেলে শীঘ্রই অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে কাজ করতে পারবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

আরো পড়ুন