বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

ঈদ উপহার পাঠালেন সাংসদ প্রফেসর ড.নদভী

প্রকাশিত : ৭:১১ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সকল জনপ্রতিনিধি,সাংবাদিক, মহিলা নেত্রীগণ, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবন্দের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য, আইআইইউসি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

২০ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলা পাবলিক হলে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ,লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য, স্খানীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী।

বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হামেদ হোসেন মেহেদীর সঞ্চালনায় অনুষ্ঠানে লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, আমিরাবাদ ইউপির চেয়ারম্যান এসএম ইউনুচ, পুটিবিলা ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, চরম্বা ইউপির চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন,উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসএম মনির উদ্দিন,উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, দক্ষিণ জেলা যুবলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মোঃ শাহজাহান বিন আবদুল আজিজ উপস্থিত ছিলেন।

এসময় শিক্ষক, জনপ্রতিনিধি,সাংবাদিক, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন