বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

ইসলাম কোন জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে সমর্থন করেনাঃ ওসি মুহাম্মদ আতিকুর রহমান

প্রকাশিত : ৩:৪৮ পূর্বাহ্ন বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

 

রায়হান সিকদারঃ

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান বলেছেন, সন্ত্রাস,জঙ্গিবাদ ও নৈরাজ্যের কোনো স্থান ইসলামে নেই। জিহাদের নামে ভ্রান্ত সন্ত্রাসবাদ,নৈরাজ্যবাদ ও জঙ্গিবাদ যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। সন্ত্রাস,নৈরাজ্য ও মানুষ হত্যার কোনো বিধান ইসলামে নেই। ইসলাম পবিত্র জিহাদের মাধ্যমে সন্ত্রাস,নৈরাজ্য,জঙ্গিবাদ ও হত্যাসহ সকল অন্যায় অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠা করে ছিল। আর ইহাই ছিল রাসূল সা.আদর্শ। ইসলামী জিহাদে নিরিহ মানুষ শিশু-বৃদ্ধ-বৃদ্ধা ও নারী হত্যার কোনো বিধান নেই। তিনি আরও বলেছেন,আপনারা ইমাম সাহেব রা মসজিদে মসজিদে এগুলোর বিষয়ে আলোচনা করতে হবে। আপনাদের মাধ্যমে মসজিদে আলোচনা করার সময় অনেক মানুষ সচেতন হবে।ইসলামে শান্তির কথা বলা হচ্ছে এসব সবাইকে বুঝাতে হবে। সন্ত্রাসবাদ,জঙ্গিবাদ ও নৈরাজ্যবাদ এর মত ভ্রান্ত পথ থেকে অজ্ঞ ও সরল মনা যুব সমাজকে ফেরাতে শিক্ষার সকল স্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। এভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল হবে।

৯ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে উপজেলা পাবলিক হলে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ইমামদের প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।

আরো পড়ুন