বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

ইয়াবা কারবারে সাতকানিয়ায় যুবক ধরা

প্রকাশিত : ৩:২২ পূর্বাহ্ন বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

শহীদুল ইসলাম বাবর
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় ইয়াবাসহ ধৃত এক যুবকের স্বীকারোক্তিতে সাতকানিয়ার এক ইয়াবা কারবারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ধৃত ইয়াবা কারবারীর নাম জিয়াউর রহমান (২৬)।

সে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আহমদুর রহমানের পুত্র জিয়াউর রহমানকে বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু। পুলিশ জানায়, গত বুধবার রাত ১০টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ফরেষ্ট বনরেঞ্জ কার্যালয়ের সামনে মোটর সাইকেল চালিয়ে চট্টগ্রামের দিকে আসা সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের রোয়াজির পাড়ার মৃত ফকির আহমদের পুত্র ওবায়দুর রহমানকে মোটর সাইকেল থামিয়ে তল্লাসী চালালে তার কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ঘটনায় তার মোটর সাইকেলটি জব্দ এবং তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে তার ইয়াবা ব্যবসার সাথে সম্পৃক্ত অপর যুবক জিয়াউর রহমানের নাম প্রকাশ করেন। পরে গত বৃহস্পতিবার দুপুরে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকুর নির্দেশনায় পুলিশের একটি টিম কাঞ্চনার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ নিজ বাড়ি থেকে জিয়াউর রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। যুবক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসাইন বলেন, লোহাগাড়া থানা পুলিশের রিকুইজিশন পেয়ে থানার এস আই দিপকের নেত্বে সঙ্গীয় ফোর্স জিয়াউর রহমানকে আটকের পর লোহাগাড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু বলেন, ওবায়দুর রহমান ইয়াবাসহ আটক হওয়ার পর ইয়াবার উৎস সর্ম্পকে জানতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে জিয়াউর রহমানের নাম উঠে আসার পর তা যাচাই-বাছাই করে জিয়াউর রহমানকে আটক করে। তাদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা নং-৩০তারিখ-১৫/০৯.২০২১ ইং।

আরো পড়ুন