শনিবার, ২৭ জুলাই ২০২৪

ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পূর্ববর্তী কার্যক্রমের ছবি দিয়ে নির্বাচনী পোস্ট দিয়ে আচরণবিধি ভঙ্গ করায় এক ব্যক্তিকে জরিমানা

প্রকাশিত : ৮:৩৪ পূর্বাহ্ন শনিবার, ২৭ জুলাই ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের লোহাগাড়ায় আমিরাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পূর্ববর্তী কার্যক্রমের ছবি দিয়ে নির্বাচনী প্রচারণার কাজ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট দিয়ে আচরণ বিধি লঙ্ঘ করায় রায়হান উদ্দিন নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।২৩ ডিসেম্বর বিকেলে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল।তিনি জানান, ২৩ডিসেম্বর শনিবার মোহাম্মদ রায়হান নামে জৈনক ব্যাক্তি তার ব্যাক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমিরাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পূর্ববর্তী কার্যক্রমের ছবি দিয়ে নির্বাচনী প্রচারণার কাজ হিসেবে পোস্ট করে। পোস্টের ভিত্তিতে রায়হানকে জিজ্ঞেসা করা হলে, ছবিগুলো এলাকার মুরব্বিদের নিয়ে বয়স্ক ভাতার ভেরিফিকেশন করার সময় তোলা বলে জানায়। চেয়ারম্যানও তা স্বীকার করেন। মোহম্মদ রায়হান ভুল তথ্য দিয়ে নির্বাচনি প্রচারণা করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তার আইডি থেকে পোস্ট ডিলিট করা হয়েছে বলেও তিনি জানান। চেয়ারম্যান দের কে আচরণ বিধি মেনে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়।

আরো পড়ুন