রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ১:৩৭ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
রায়হান সিকদারঃ
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ’র ব্যতিক্রমী উদ্যোগ ‘এভরিডে ফাইভ ওয়ার্ডস’ কার্যক্রমটি ২০২৩ সালের জন্য ৮জানুয়ারি রবিবার থেকে পুনরায় শুরু হয়েছে৷
স্কুল ও মাদ্রাসার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ইংরেজিতে ভয়, জড়তা ও দুর্বলতা দূর করে তাদেরকে দক্ষ, সাহসী ও আত্মবিশ্বাসী করে তুলতে তিনি গত বছর এই উদ্যোগটি গ্রহণ করেন৷ গত বছরের শেষ দিকে এই কার্যক্রমের উপর সমগ্র উপজেলাজুড়ে ‘মভ টেস্ট’ নামে চার পর্বের একটি আকর্ষণীয় প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় চূড়ান্তভাবে বিজয়ী বিশজন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। ইতোমধ্যে ইউএনও’র এই উদ্যোগটি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত উপভোগ্য হয়ে উঠেছে এবং শিক্ষক, অভিভাবক ও সচেতন মহলে ব্যাপক আলোচিত ও প্রশংসিত হয়েছে।
ইউএনও শরীফ উল্যাহ এ বিষয়ে
জানান, যেই লক্ষ্যকে সামনে রেখে এই কার্যক্রমটি শুরু করেছিলাম, বলা যায় গত বছর তা শতভাগ সফল হয়েছে। সকলের আন্তরিকতা ও সহযোগিতায় অত্যন্ত সুন্দরভাবে গতবছরের কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি। এই কার্যক্রমের ফলে শিক্ষার্থীরা নিশ্চয়ই অনেক বেশি লাভবান হয়েছে। সার্বিকভাবে শিক্ষার্থীদের মানোন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে এটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। এ বছরের জন্য কার্যক্রমটি পুনরায় শুরু করেছি। এই কার্যক্রমের ক্ষেত্রে শুরু থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রদত্ত শব্দগুলো শিক্ষার্থীদের পড়ানো, প্রয়োজনীয় অনুশীলন, আয়ত্ত বা অভ্যস্ত করানো এবং যথাযথ দিক-নির্দেশনা দিয়ে শিক্ষার্থীদের কাছে উপভোগ্য ও আকর্ষণীয় করে তুলে এটিকে কার্যকর ও গতিশীল রাখার জন্য সম্মানিত শিক্ষকগণকে সচেষ্ট থাকতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে তিনি উল্লেখ করেন। পূর্বের ন্যায় স্কুলসমূহে আকস্মিক পরিদর্শন, উদ্বুদ্ধকরণ ক্লাস ও ‘উইনার্স ব্যাগ’ প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া চূড়ান্তভাবে ‘মভ টেস্ট’ প্রতিযোগিতা আগামীতে আরও সুন্দর ও গোছানোভাবে অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।