বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

ইউএনও`র ব্যতিক্রমী আয়োজনঃ’ইউসেট’ মূল্যায়ন পরীক্ষায় স্বতঃস্বর্তভাবে অংশ নিলো শিক্ষার্থীরা

প্রকাশিত : ১:৫৩ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

রায়হান সিকদারঃ

লোহাগাড়া উপজেলার ইউএনও শরীফ উল্যাহ’র বিশেষ উদ্যোগ ‘ইউসেট’ মূল্যায়ন পরীক্ষা ২৪ ডিসেম্বর শনিবার উপজেলার শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় ও মোস্তফা বেগম গার্লস স্কুলে সকাল ১১ টা থেকে ২টা পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হয়। এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের উপর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলার সকল স্কুল ও মোস্তফা বেগম গার্লস স্কুলে উপজেলার সকল মাদ্রাসার কেন্দ্র করা হয়েছে।

জানা যায়, ২য় বারের আয়োজিত এই পরীক্ষায় ২০২৩ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পায়। গত আগস্ট মাসে প্রথমবার এই পরীক্ষার আওতায় উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ২০২২ সালের সকল এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছিল। দ্বিতীয়বার উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান এই পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। তৎপ্রেক্ষিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে ইউএনও টেস্ট পরীক্ষার ফলাফলে যারা টপ ২৫% এর মধ্যে স্থান করে নিতে পারবে তারাই এই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে বলে শর্ত জুড়ে দেন। উপজেলার সমগ্র এলাকা থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা আজ পরীক্ষা কেন্দ্রে সকাল থেকে ভিড় জমাতে দেখা যায়।

পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবু বক্কর, বড়হাতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার লোকমান হাকিম, সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোঃ আলী জিন্নাহ, আধুনগর ইসলামিয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাসার প্রভাষক মুুহাম্মদ আবদুল খালেক।

পরীক্ষা শেষে কয়েকজন শিক্ষার্থী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, আমরা এই পর্যায়ে এতো সুন্দর একটি পরীক্ষা দিতে পেরে অত্যন্ত আনন্দিত। স্যারের এই অসাধারণ উদ্যোগের ফলে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং আমাদের ভুল-ত্রুটি শুধরে নিতে পারবো। স্যারের প্রতি অশেষ কৃতজ্ঞতা।

কয়েকজন প্রধান শিক্ষক জানান, স্যারের এই উদ্যোগটি ব্যতিক্রমী এবং অনেক বেশি কার্যকর। গত ‘ইউসেট’ পরীক্ষার কারণে আমাদের এসএসসির ফলাফল অনেক ভালো হয়েছে। এবার এই পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের শিক্ষার্থীরা টেস্ট পরীক্ষার আগে থেকেই ব্যাপক পড়াশুনা করেছে। এতে করে তাদের প্রস্তুতি খুবই ভালো হচ্ছে। আগামীতে এই পরীক্ষার কারণে এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল আর বেশি ভালো হবে বলে আমরা বিশ্বাস করি।

ইউএনও শরীফ উল্যাহ জানান, এই পরীক্ষাটি মূলত ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের উপর হয়েছে। শিক্ষার্থীদের ইংরেজি ভীতি দূর করতে এবং ইংরেজিতে তাদের এখন পর্যন্ত প্রস্তুতি যাচাই ও সর্বোপরি চূড়ান্ত পরীক্ষার আগে ভালোভাবে প্রস্তুতি গ্রহণে উদ্বুদ্ধ করতেই এই পরীক্ষার আয়োজন করা হয়েছে। গত ব্যাচের ক্ষেত্রে আমরা এর সুফল পেয়েছি। ইনশা আল্লাহ, আগামীতে আরও ভালো ফলাফল হবে বলে আমি বিশ্বাস করি।

জানা যায়, এই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তির ভিত্তিতে ইউএনও’র পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।

আরো পড়ুন